Get 15% DISCOUNT and FREE DELIVERY of your first online order.

About Us

প্রাচ্য পাশ্চাত্য বাংলা প্রকাশনার জগতে উল্লেখযোগ্য নাম। বাংলা ভাষা, সাহিত্য এবং ঐতিহ্যের কথা স্মরণে রেখে আমাদের যাবতীয় পদক্ষেপ। প্রতিনিয়ত ভাষাচর্চা ও গবেষণার মধ্যে দিয়ে এগিয়ে চলেছে প্রকাশনার কাজ। পাঠক এই প্রকাশনার বৃহদ চালিকাশক্তি। মননশীল পাঠক এবং তাঁর রুচিশীলতাকে বজায় রেখে আমরা আগামীদিনের পরিকল্পনা করি। বিষয়গত, অবস্থানগত দিক সাহিত্যের নিবিড়তা লেখকের সাথে ক্রমাগত সমন্বয়সাধনের মাধ্যমে আমরা আগামী দিনের পথকে প্রশস্ত করবার যথাযথ পরিকল্পনা গ্রহণ করেছি, যা আগামী দিনে বাংলা সাহিত্যে প্রতিফলিত হবে। শিল্প ও সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আমাদের কাজ। শহর ও জেলার শিল্প ও সাহিত্যকে বিভিন্ন আঙ্গিকে ক্রমাগত অন্বেষণ করা , বিশ্লেষণ করা এবং সামগ্রিক রুপদান করার মধ্য দিয়ে বিশ্ব সাহিত্যের কাছে পৌঁছনো আমাদের বৃহত্তর লক্ষ্য। কোরাস পত্রিকা , প্রাচ্য পাশ্চাত্য প্রকাশনার অন্তর্গত শিল্প ও সাহিত্যের একটি অন্যতম গুরুত্বপূর্ণ পত্রিকা। প্রকাশনা ও পত্রিকা নিয়ে আমাদের পরিকল্পনা সুদূরপ্রসারী।

প্রতিনিয়ত বইবাজার আধুনিকতার দিকে ছুটে চলেছে। সমসাময়িক পাঠকের চাহিদা খুব স্বল্প সময়ে স্বল্প ব্যয়ে পছন্দের বই তাঁর হাতে পৌঁছে যাওয়া। আমরা সেই আধুনিকতাকে সম্মান করি। প্রাচ্য পাশ্চাত্য প্রকাশনার ওয়েবসাইট আপনাকে স্বাগত জানায় সহজ ও সুলভে তাঁদের সমস্ত বইয়ের কেনাকাটায় ।